ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ক্রেজি সকারের’ পর্দা নামছে জায়েদ খানের হাত দিয়ে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ১৮ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৪:০৮, ১৮ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চার বছরের অপেক্ষা কাটিয়ে গত ২০ নভেম্বর প্রথমবারের মতো মরুর দেশ কাতারে পর্দা উঠেছিল বিশ্বকাপ ফুটবলের। রোববার রাতে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে চূড়ান্ত লড়াইয়ের মধ্যে দিয়ে এই ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ এর যবনিকা ঘটবে। 

পুরো একমাস মাঠের গাদা গাদা রেকর্ড, খেলোয়াড়দের চোখ ধাঁধানো নৈপুণ্য, গতি-শিল্পের অপূর্ব সংমিশ্রণে গোটা বিশ্ব হয়ে উঠেছিল একটি ফুটবল পরিবার। বাংলাদেশের দর্শকনন্দিত একুশে টেলিভিশনও এর বাইরে ছিল না। 

বিশ্বকাপের প্রথম দিন থেকেই একুশের পর্দায় প্রচারিত হয়েছে ‘ক্রেজি সকার’ নামের অনুষ্ঠান। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিনেই প্রচারিত হবে এই অনুষ্ঠানের শেষ পর্ব, যেখানে অতিথি থাকবেন ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। 

রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠানটির শেষ পর্ব প্রচারিত হবে। 

উল্লেখ্য, বিশ্বকাপের প্রত্যেক ম্যাচের ভবিষ্যদ্বাণী করে আলোচিত হয়েছে ‘ক্রেজি সকার’অনুষ্ঠানটি। যেখানে টিয়া পাখির মাধ্যমে ম্যাচের ভবিষ্যদ্বাণী করা হয়েছে। যথারীতি ফাইনাল ম্যাচ নিয়েও থাকবে টিয়া পাখির পূর্বাভাস। 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ভবিষ্যদ্বাণী করে বাজিমাত করেছিল একুশের টিয়া। সবুজ টিয়া পাখির আভাসমতই প্রথম ম্যাচে স্বাগতিক কাতারের বিপক্ষে জয় তুলে নিয়েছিল ইকুয়েডর। 

ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক নিবেদিত ‘ক্রেজি সকার’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রুশো রকিব।

এমএম/এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি